অভিমানী আরশি
অভিমানী আরশি
লেখক : সঞ্জয় মুখার্জী
মুল্য : ২০০ টাকা
লেখক : সঞ্জয় মুখার্জী
মুল্য : ২০০ টাকা
একটুখানি পড়ে দেখুন
॥ এক ॥
“বুকের ভিতর কষ্ট জমে খবর তো কেউ পায় না
আরশি বড়োই অভিমানী যায় না চেনা যায় না!”
॥ দুই ॥
“যতবার ছিন্ন বাঁধন ততবারই সেই পিছুটান
বুঝবে না কেউ কখনো বুঝবে না সেই অভিমান!”
॥ তিন ॥
“যোজন দূরের টানাপোড়েন দুচোখ ছলোছলো
নতুন করে গল্প লিখে কী আর হবে বলো!”
॥ চার ॥
“একটা বিকেল মেঘের দেশে তোরই ছবি আঁকে
একটা বিকেল তোর জন্যই অপেক্ষাতে থাকে!”
॥ পাঁচ ॥
“নগরজীবন ব্যস্ত ভীষণ চার-দেওয়ালে ঘেরা
মন পড়ে রয় তোর শহরে, হয় না তো আর ফেরা!”