বাংলা নামের দেশ

 

বাংলা নামের দেশ
লেখক : সঞ্জয় মুখার্জী
মূল্য : ২০০ টাকা

একটুখানি পড়ে দেখুন

তোমরা যারা দেখোনি মুক্তিযুদ্ধ

 তোমরা যারা দেখোনি যুক্তিযুদ্ধ

শোনোনিকো কভু বজ্রকণ্ঠ তাঁর

যাঁর আহ্বানে স্বাধীনতা অম্লান

লাল-সবুজেই বিজয়ের সম্ভার।


দেখোনি তোমরা মুক্তিযুদ্ধ যারা

মিলবে কেমনে শিকড়ের সন্ধান

এই তো সময় একসাথে এগোবার

কণ্ঠে দুলুক মুক্তির জয়গান।


মুক্তিযুদ্ধ দেখোনি তোমরা যারা

একাত্তর এক বিস্ফোরণের দিন

ত্রিশ লক্ষ শহিদের বলিদান

যেয়ো নাকো ভুলে তাঁদের রক্তঋণ।


বিজয় মানে রাজাকার-প্রাণে ভীতি

দীপ্ত স্লোগান রাজপথে একাকার

বিজয় মানেই বাঙালির চেতনায়

মুক্তিযুদ্ধ, জে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url