ছন্দে আনন্দে চন্দ্রবিন্দুর কাব্য

 


ছন্দে আনন্দে চন্দ্রবিন্দুর কাব্য
লেখক : সঞ্জয় মুখার্জী
মূল্য : ৩৪০ টাকা

একটুখানি পড়ে দেখুন

জ্বি-জি


বলব কী আর বলব কত

বানান নিয়ে কথা

সম্মানার্থে, সায় জানাতে

লিখছ যা ইচ্ছে তা!


বর্গীয় জ-তে ব লাগিয়ে

‘জ্বি’ লিখছ কেউ

কেউ-বা আবার ‘জ্বী’ লিখছ

শুধুই ভুলের ঢেউ।


‘জ্বি’ লিখেছ ‘জ্বী’ লিখছ

লিখছ আবার ‘জী’

অভিধানে নেই তো কিছুই

এবার করবে কী?


‘জি’ লিখলেই বুঝবে সবাই

রাজি কিংবা সায়

সম্মানার্থেও ‘জি’ লিখবে

এটাই ঠিক উপায়।


‘জি’¡ বানানে সায় দিয়ো না

‘জ্বী’ লিখলেও ভুল

‘জ্বি আর জ্বী’ অশুদ্ধ সব

লিখলে চক্ষুশূল।


দীর্ঘ ঈ-তেও ‘জী’ লিখো না

নয়কো এটা ভালো

হ্রস্ব ই-তে ‘জি’ বানানে

শুদ্ধতারই আলো।

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url