ফিরে গেছে কৃষ্ণচূড়া দিন
ফিরে গেছে কৃষ্ণচূড়া দিন
লেখক : সঞ্জয় মুখার্জী
মুল্য ২৫০ টাকা
লেখক : সঞ্জয় মুখার্জী
মুল্য ২৫০ টাকা
একটুখানি পড়ে দেখুন
অনন্ত এই শূন্যতা
সাতসকালে ঘুম ভাঙতেই পাই না খুঁজে আর
দীপ্ত দুপুর উদাসী রোজ চোখ পড়ে না তার।
ছাদ-বাগানের বিরহী সুখ একলা আকাশ কাঁদে
সবুজ শ্যামল জমিন বুকের বিষণœতার ফাঁদে।
শেষ বিকেলের দীর্ঘ ছায়ায় পথ চাওয়া শুধুই
বুকের ভিতর অনন্ত এই শূন্যতা কি তুই?
সন্ধ্যা হলেই মিথ্যে আশায় জানলা খুলে রাখি
নিকষকালো আঁধার বুকের শূন্যতা সব ঢাকি।
জানবে না কেউ একলা সময় কেমনে কাটে তার
ক্লান্ত দুচোখ বুঝতে নারে ফিরবে না কেউ আর।
বিবর্ণ সব স্বপ্নগুলো হৃদমাঝারে থুই
বুকের ভিতর অনন্ত এই শূন্যতা কি তুই?