আকাশ চৌধুরীর দিনকাল

 


আকাশ চৌধুরীর  দিনকাল
লেখক : সঞ্জয় মুখার্জী
মূল্য : ২০০ টাকা

একটুখানি পড়ে দেখুন : 
বড়ো হয়ে যাচ্ছে অর্ক৷ ও নিজেই বেশ বুঝতে পারে৷ স্কুলেও সবাই ওকে বেশ মেনে চলে৷ অন্যদের চেয়েও উচ্চতা একটু বেশি ওর৷ ক্লাস টিচারও ওকেই মনিটর মনোনীত করেছে৷ স্কুলে গেলেই কাজের শেষ নেই ওর৷ সবাই স্কুলড্রেস পরে এসেছে কি না! হোমওয়ার্ক জমা দিল কি না! ক্লাস পরিষ্কার আছে কি না! এসেম্বলিতে সকলেই আসলো কি না! এগুলো ছাড়াও হাজারো কমপ্লেইন সামলাতে হয় ক্লাসমেটদের৷ কে কাকে, কী বলল, কাকে কে চিমটি দিলো, কে টয়লেট থেকে ফিরে সাবান দিয়ে হাত ধুলো না, কার পাশে কে বসবে৷ উফ্ বাবা! কাজের কোনো শেষ নেই৷ টিচাররা কত নির্ভর করে ওর উপর৷ সবকিছুই দায়িত্ব নিয়ে করতে হয় ওকে৷ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url