ভিডিও অডিও


 প্রকাশিত বইয়ের খবরাখবর ও প্রকাশনা সম্পর্কিত যাবতীয় কিছু আমরা পাঠকের সামনে তুলে ধরার চেষ্টায় অবিরত আছি। কোনো লেখক কীভাবে বই প্রকাশ করবেন, তারও পরামর্শ দিয়ে যাচ্ছি আমরা। 

 এতসব আয়োজন যখন বই পড়ার জন্য তখনও কেউ কেউ বই পড়তে সময় পান না। এ জন্য আমরা একটি নতুন বিভাগ যুক্ত করলাম। 

ভিডিও অডিও-র এই বিভাগে পাঠক তার স্বল্প সময়ে যাতে গল্প বা কবিতা শুনতে পারেন, সে জন্য আমরা কবিতা ও গল্পের অডিও ভিডিও প্রকাশ করার ‍ উদ্যোগ নিয়েছি।

আপনারা আমাদের পাশে থাকুন। পরামর্শ দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ