রোদ ফোটায় ফুল

রোদ ফোটায় ফুল

Size
Price:

Read more »



একটি কবিতা পড়ে দেখুন

একটা বয়সের পর তুমি কাউকে তেমন করে পাশে পাবে না
কেউ থাকবে না একান্ত তোমার হয়ে
তখন তুমি জানো কীভাবে একা থাকতে হয়
কীভাবে নিজের সাথে নিজে কথা বলতে হয়।

প্রতিটি দিন তোমার কাছে ভীষণ মূল্যবান মনে হবে
বেঁচে যে আছ, মনে হবে এটাই চরম প্রাপ্তি
অতীতের দিকে তুমি আর ফিরে তাকাতে চাইবে না...

একটা বয়সে এসে তুমি ভুলতে শুরু করবে
জীবনের সব অংকগুলো গুলিয়ে ফেলবে
যোগ-বিয়োগের ফলাফল কখনো শূন্য, কখনো বা প্রাপ্তি...

 কবিতা : জীবন তখনো সুন্দর
—কবি তাহমিনা সুলতানা


কবি তাহমিনার সুলতানার  পরিচিতি 

তাহমিনা সুলতানার জন্ম ৩ সেপ্টেম্বর ঢাকা শহরে। তিনি  ঢাকাতেই বেড়ে ওঠেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ভূগোল বিভাগে সম্মানসহ  স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন । ২০০০ সাল থেকে তিনি কানাডার টরেন্টোয় স্বায়ীভাবে বসবাস করে আসছেন। প্রবাস জীবনের অনুভূতি, আবেগ, উপলব্ধি,  মনের বলা, না-বলা কথাগুলো ফুটে উঠেছে তাঁর কবিতার বাক্যে এবং শব্দ দ্যোতনায়। প্রকৃতিপ্রেমিক কবি তাহমিনা সুলতানার কবিতায় দেশপ্রেম ও প্রকৃতি প্রেম  বিশেষভাবে লক্ষ্যণীয়। কবি তাহমিনা সুলতানার কবিতা  জাতীয়  পত্র-পত্রিকা, টরেন্টো থেকে প্রকাশিত  বাংলা পত্রিকাসহ বিভিন্ন অনলাইন  পত্র-পত্রিকায়  প্রকাশিত হয়েছে। কবিতা লিখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।  এ পর্যন্ত তার চারটি কবিতার বই প্রকাশিত হয়েছে।  ২০২১ সালের  বইমেলায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘দখিন হাওয়ায় একলা নদী’ প্রকাশিত হয় ‘বাঙালি’ প্রকাশনা থেকে। এর আগে ২০২০ সালে বইমেলায় কবির প্রথম কাব্যগ্যন্থ ‘অর্থহীন কথামালা’ প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে প্রকাশিত হয় কবিতার বই ‘একলা প্রহর’। ‘নীল আকাশ মেঘ ছুঁয়েছে’ তার প্রকাশিত চতুর্থ কাব্যগ্রন্থ প্রকাশিত হয় গত বছর  অর্থাৎ ২০২৩ বইমেলায়। 

একটি কবিতা




0 Reviews


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *