প্রকাশনা জগতে জলছবি প্রকাশন অত্যন্ত সুপরিচিত একটি নাম। বইমেলা ছাড়া বছরব্যাপী বই প্রকাশ করে আসছে জলছবি প্রকাশন। জলছবির রয়েছে নিজস্ব সম্পাদনা বিভাগ। প্রতিবছর বাংলা একাডেমি বইমেলায় জলছবির স্টল বরাদ্দ থাকে। জলছবি প্রকাশনের বই অনলাইনে জলছবি প্রকাশনের নিজস্ব ইকমার্স সাইট (www.jchbd.com) ছাড়াও rokokari.com থেকে দেশের অন্যান্য অনলাইন থেকে সংগ্রহ করা যাবে।
ছাড়াও জলছবির ফোন নম্বরে ০১৫৭৫৩৯৭২১৯ (হোয়াটআপ) ফোন করে ঘরে বসে আপনার প্রত্যাশিত বইটি সংগ্রহ করতে পারবেন। সে ক্ষেত্রে ২৫% কমিশন বাবদ বইটি পাঠকের কাছে কুরিয়ারে পৌঁছে দেওয়া হয়। বিকাশ বা নগদের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারেন আপনি। বই প্রকাশ বা যে কোনো বিষয়ে জানতে আমাদের হটলাইনে ০১৮১৭১২৭৮০৭ ফোন করতে পারবেন।


0 মন্তব্যসমূহ