কোমল গান্ধার
কোমল গান্ধার। একটি যৌথকাব্য। এতে ১২ জন কবির ৮৬টি কবিতা রয়েছে। মূল্য : ১৮০ টাকা। প্রচ্ছদ এঁকেছেন সোহাগ পারভেজ। বইটিরা সংগ্রহ করতে ০১৮১৭১২৭৮০৭ নম্বরে ফোন করুন।
কবি, কথাসাহিত্যিক ও গীতিকার। প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক আজ আগামী (ajagami24.com), সম্পাদক ও প্রকাশক জলছবি প্রকাশন। নিজস্ব লেখার ওয়েব সাইট protilipi24.com । প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ : ফিরে এসো নীলাঞ্জনা (উপন্যাস), একটি সুইসাইড নোট (উপন্যাস), নন্দিতার অন্য আকাশ (উপন্যাস), হলুদ বৃন্ত লাল গোলাপ (উপন্যাস), নীলপদ্ম সরোবর (কাব্যগ্রন্থ), কখনো বসন্ত কখনো বেহাগ (কাব্যগ্রন্থ), ভালো থেকো নন্দিতা (কাব্যগ্রন্থ), জনারণ্যে একাকী (কবিতাগ্রন্থ) এবং এই বসন্তে তুমি ভালো থেকো (কাব্যগ্রন্থ)। প্রকাশিত উল্লেখযোগ গ্রন্থ ‘সাত বীরশ্রেষ্ঠ ও শহিদ সূর্যসন্তান (মুক্তিযুদ্ধ), পাঁচ গেরিলার মুক্তিযুদ্ধ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), দীপুর হাতের গ্রেনেড (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অপারেশন রেসকিউ (কিশোর মুক্তিযুদ্ধের উপন্যাস), অনিন্দ্য এবং একটি কুকুর (শিশু—কিশোর মুক্তিযুদ্ধের গল্প), ভৌতিক রহস্য সিরিজ গল্পগ্রন্থ ‘কালো বিড়াল লাল চোখ’। এ ছাড়াও বেশ কয়েকটি কবিতা ও গল্পগ্রন্থ—সহ বেশ কিছু গ্রন্থের সম্পাদনা করেছেন তিনি। যোগাযোগ : হোয়াটসঅ্যাপ: ০৮১৭১২৭৮০৭ ইমেইল : jalchhabi2015@gmail.com facebook.com/jalchhabi.dhaka